হবিগঞ্জ, মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার ধর্মঘরের মোহনপুর এলাকা থেকে ২৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে একদল বিজিবি শুক্রবার দুপুরে ধর্মঘরের মোহনপুর এলাকা থেকে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করে। একই দিন সকালে মনতলা বিওপির হাবিলদার মফিজুর রহমান এর নেতৃত্বে রামনগর এলাকায় ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশীদ ভারতীয় মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির অভিযানের কথা শুনে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৩