হবিগঞ্জের বাহুবল ও শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১’শ পিস ইয়াবাসহ ৩ মাকদ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সিলেট বিভাগের মাদকদ্রব্য অধিদপ্তর ও হবিগঞ্জ জেলা অধিদপ্তরের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মাদক ব্যবসায়ী তৈয়ব আলী (৩৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময়য তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহুবল উপজেলার জলপাড় গ্রামের মৃত আব্দুস সমেদের পুত্র আক্কাস আলী (৩৫) ও দৌলতপুর গ্রামের মৃত আক্তারুদ্দিনের পুত্র সাবাজ মিয়া (৩০) কে আটক করে। ৎ
এ সময় তাদের কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।