হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরতলীর খোয়াই নদীর মাছুলিয়া অংশ, নুরপুর ও চুনারুঘাট উপজেলার পুরাতন খোয়াই নদীসহ জেলার বিভিন্ন স্থানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় গুড়িয়ে দেয়া সকল অবৈধ স্থাপনা।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে উচ্ছেদ কার্যক্রম। মাছুলিয়া এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম দিনেই জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাকা-আধাপাকা ও টিনের ঘরসহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে। অভিযান অব্যাহত থাকবে।অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করছে বলেও জানান তিনি।