সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী দিবস উদযাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্ষণগণনার শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভোধন অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ/পি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুজাম্মেল হোসেন, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনির হোসেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আজিজুর হাসান চৌধুরী শাহিন, শায়েস্তাগঞ্জ কামিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মুনিম আল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউ/পি চেয়ারম্যান বুলবুল খান, নুরপুর ইউ/পি চেয়ারম্যান মখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবির শওকত, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, রিপোটার্স ক্লাব সভাপতি মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির সহ বিভিন্ন সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষক ও ছাত্র/ছাত্রী ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।