ইসলামে মোহরানা আদায় করা স্বামীর জন্য ফরজ। বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর প্রদান করতে হবে; এটা স্বামী কর্তৃক প্রদেয় স্ত্রীর জন্য ইসলাম কর্তৃক নির্ধারিত অধিকার বিশেষ।
সেই প্রেক্ষিতে লাখ লাখ টাকা কিংবা জৌলুসময় স্বর্ণ-হীরার অলংকার নয়, বিয়েতে মোহরানা হিসেবে হবুস্বামীর কাছে দাবি রেখেছিলেন মাত্র ৮০টি বইয়ের। দাবি পূরণ করেছেন পড়ুয়া তরুণীর স্বামী।
শুধু দাবি পূরণ নয়, আরো ২০টি বাড়িয়ে মোহরানা হিসেবে ১০০টি বই দিয়েছেন তিনি।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিছানায় ছড়ানো-ছিটানো বইগুলোর সঙ্গে স্ত্রীর ছবি প্রকাশ করেছেন নববিবাহিত স্বামী। পোস্টটি ফেসবুকজুড়ে বইপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।