জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে – ড. সৈয়দ আনোয়ার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন ভাষা আন্দোলনের সটিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুরু হয় ভাষার রাজনীতিকরন। দীর্ঘ সংগ্রামের মধ্যে আমরা বাংলা ভাষা পেয়েছি। সর্বত্র বাংলা ভাষার ব্যবহার করা প্রয়োজন।

তিনি মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায়

প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা গুলো বলেন।

কলেজের অধ্যক্ষ আলী আজগরের সভাপতিত্বে ও সাংবাদিক আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আরা হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশের সিলেট বিভাগের অতিরিক্ত উপমহাপরির্দশক জয়দেব কুমার ভদ্র প্রমুখ।