জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাই উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন

লাখাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির

প্রায় ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ভবনটি গতকাল  মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন এবং শেষে তিনি মোনাজাতে অংশ নেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পের বাস্তবায়ন করেছে।

৪ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

উদ্বোধনকালে লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন কেশব চন্দ্র রায়, জ্যোতি সঞ্জন সিনহা, বদর উদ্দিন চৌধুরী, সুন্দর আলম, মোঃ কাছুম আলী, মোঃ ছুরত আলী, মোঃ সাহেদ আলী, গাজী শাহজাহান চিশতি, নূর মিয়া, সুনীল সরকার, শফিকুল ইসলাম চৌধুরী, মোঃ রজব আলী, মোঃ তাজুল ইসলাম, মোঃ বজলুর রহমান বলু, আব্দুল হক, মোঃ শাহ আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, অ্যাডভোকেট মাহফুজ মিয়া, আব্দুল মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামুল হক মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, রফিকুল আলম মলাই প্রমুখ।