হবিগঞ্জে সব ধরণের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছে জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা প্রতিরোধে এখন থেকে হবিগঞ্জ জেলায় সকল প্রকার রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ করা হলো। পাশাপাশি সকল কমিউনিটি সেন্টার বন্ধ রাখতে হবে।
এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।
এছাড়া, জ্বর, সর্দি, কাশি উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মসজিদ, মন্দিরে না আসারও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।