জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে জেলা প্রশাসনের চাল বিতরণ

করোনা প্রতিরোধে ঘরে ঘরে খাদ্য সামগ্রি নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জে দরিদ্র পরিবারগুলোর
মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান বিভিন্ন পয়েন্টে এসব চাল বিতরণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান,
চালকল মালিকদের সহায়তায় এসব চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৫ কেজি করে চাল দেয়া হয়েছে। একটি ভ্যান গাড়িতে করে চাল নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে চালগুলো বিতরণ করা হয়। ভ্যান থেকে চাল নামিয়ে একটি জায়গায় রাখা হয়। এরপর একেকজন দরিদ্র মানুষ চাল নিয়ে যান।