মোঃ জাকির হোসেনঃ ‘আজ রাতে বড় ধরনের ভূমিকম্প হবে। আকাশ থেকে পাথর পরবে। এক দিকে নেমে যাবে আকাশ। হতে পারে পৃথিবী ধংশ।’
এমন গুজবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে গভীর রাতে রাস্তা জুড়ো হন হাজার হাজার মানুষ। দল বেধে নারায়ে তাকবির দিয়ে শুরু করে মিছিল।
এর আগে মসজিদে মসজিদে দেওয়া হয় আজান। এক সাথে সনাতন ধর্মাবলম্বীরা দেন উলুধ্বনি। মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের শিক্ষাক আব্দুল কাদির বলেন “রাত ১২টায় মসজিদের মাইকে দেওয়া হয় আজান, এর পরে শুরু হয় মিছিল।”
দাসপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জালাল উদ্দিন জালালী বলেন, “অন্য একজনের ফোন পেয়ে তিনিও আজান দিয়েছে।”
নয়াপাড়া বাজারের পান দোকানদার আব্দুল আজিজ বলেন, “সিলেট থেকে তার শাশুড়ির ফোন করে বলেছেন তার এক আত্মীয়র ঘরে নবজাতক জন্মের সাথে সাথে মারা যান। মৃত্যু আগে বলে গেছেন করোনা থেকে বাঁচতে হলে রাতের মধ্যে লং এলাচি ও জিরা খাও।”
মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক ইমরান আহমেদ বলেন, “এ গুজবে মানুষ রাস্তায় নেমে আসছে। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।”
এদিকে রাস্তায় বের হয়ে এক সাথে মিছিল করায় করোনাভাইরাসে সংক্রমিত হবার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন সিলেট রাকিব রাবেয়া মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার হাবিবুর রহমান।