জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

করোনায় লকডাউনে অসহায় মানুষের দুয়ারে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনে অসহায় মানুষদের  দুয়ারে দুয়ারে গেলেন
হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী । 

সারা বিশ্বে আজ এক হাহাকার চলছে COVID-19 বা Corona Virus এর কারণে। বেকারত্ব,কর্মসংকট সহ সবদিক থেকে মানুষ হয়ে পড়েছে অসহায়।

বাংলাদেশের মত একটি দেশ, যেখানে দিন মজুর রয়েছেন ব্যাপক সংখ্যক। যারা দিনের শেষে মজুরির টাকায় বাড়িতে খরচ নিয়ে যান। এবং সন্তানদের,পরিবার-পরিজনের মুখে খাবার তুলে দেন।

আজ এই মহামারি Virus এর কারনে, সেই সব দিনমজুর খেটে খাওয়া মানুয় না চাইতেই ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে।

সর্বাত্মক এই বিচ্ছিন্নতার সময় অসহায় এই সব মানুষের পাশে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হচ্ছে লতিফি হ্যান্ডস।

হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী)’র প্রতিষ্ঠিত এই “লতিফি হ্যান্ডস” দেশ বিদেশের দাতাদের পাঠানো আর্থিক সাহায্য নিয়ে উপস্থিত হচ্ছে দারিদ্র-পীড়িত মানুষের দ্বারে দ্বারে।

সাইয়েদ আহমদ শহীদ রায়বেরলভি রাহঃ-এর সুযোগ্য উত্তরসুরী হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রাহঃ এর সুযোগ্য বড় সাহেবজাদা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী’র নির্দেশনায় এবং উপস্থিতিতে গতকাল ২১০টি পরিবারের মাঝে বিতরন করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

Virus জনিত কারণে  যে দূর্যোগপূর্ন ও বিচ্ছিন্নতায় মানুষ গৃহবন্ধী। এর প্ররিপ্রক্ষিতে “লতিফি হ্যান্ডস” নিচ্ছে প্রয়োজনিয় পদক্ষেপ। দাতাদের আর্থিক সহযোগিতায় এবং হযরত আল্লামা বড় ছাহেব কিবলা’র নির্দেশে সেই সব পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে।