হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ভাইরাসের আইসোলেশন ওয়ার্ডে এক আনসার সদস্যকে ভর্তি করা হয়েছে আজ সন্ধায়৷
নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল৷ তবে পরীক্ষার আগে ওই রোগিকে করোনার রোগি বলা যাবেনা বলে জানিয়েছেন তিনি৷
“তবে জ্বর-সর্দি-কাশি রয়েছে তার৷” বলেনডাঃ মোখলেছুর রহমান উজ্জল।
ভর্তিকৃত আনসার সদস্য হবিগঞ্জ জেলা আনসার এডজ্যুটান্ড কমান্ডন এর কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে৷
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মেখলেছুর রহমান উজ্জল আরো জানিয়েছেন, “আজ হবিগঞ্জ থেকে পাঠানো ২ টি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে আইইডিসিআর থেকে৷ ফলে এখন পর্যন্ত হবিগঞ্জে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি৷”