ছাতকে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৬০জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টায় থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৌরসভার ৪নং ওয়ার্ডের বাঁশখলা আবাসিক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ১০রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখলা আবাসিক এলাকার মৃত আবুল বাশারের ছেলে ইসলাম উদ্দিনের সাথে একই এলাকার মৃত মফিজ আলীর ছেলে সুন্দর আলীর ধান ক্ষেতের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
জমি নিয়ে ওই দু’পক্ষের মধ্যে থানা ও সুনামগঞ্জ আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি সুন্দর আলী তার জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এরই জের ধরে রোববার সকালে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে লাটি-সোটা নিয়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দফায় দফায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ ৬০জন আহত হয়।
সংঘর্ষে গুরুতর আহত আজিমল আলী (৬০), জুয়েল আহমদ (৩২), মো.আলী (২০), জামিল আহমদ (১৫), রাসেল মিয়া (২০), আঙ্গুর মিয়া (১৮), তারেক মিয়া (২২), মো.মান্না (১৮),রাজিব উদ্দিন (১৫), আল আমিন (২৫), নজির আলী (৫৭), গুলজার আহমদ (৫০), সৈয়দ মিয়া (৩৫), সেলিম মিয়া (৩৪), সজীব মিয়া (১৪), ইউনুছ আলী (২৮), রহিম আলী (৫০), মঅঈন উদ্দিন (১৮),ফরিদ মিয়া (৩৬) সহ ২৫জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সৈয়দ আব্দুল মান্নান ও শামীম আখঞ্জীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাটি চার্জের পাশাপাশি ১০রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় দু‘পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
থানার ওসি মোস্তফা কামাল বলেন, পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।