হবিগঞ্জের আজমিরিগঞ্জের তাপস মিয়া (৩৬) নামে এক ব্যাক্তি বজ্রপাতে নিহত হয়েছে। তিনি আজমিরিগঞ্জ উপজেলার জলসুখার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল ) সকালের দিকে তাপস মিয়া ধান কাটতে দিরাইয়ের সরমঙ্গল গ্রামের হাওরে যায়। ধান কাটার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তাপস মিয়ার পরিবার সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
আরো পড়ুনঃ
মাধবপুরে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
মোঃ জাকির হোসেন: হবিগঞ্জের মাধবপুরে সিরাজ মিয়া (৪৬) নামে এক ব্যাক্তি বজ্রপাতে নিহত হয়েছে। তিনি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের সাহাজুদ্দি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল ) সকাল ৭ টার দিকে সিরাজ মিয়া গরুর খাবারের জন্য ঘাস কাটতে নোয়াহাটি ও পূর্ব আন্দিউড়ার মধ্যবর্তী বিলে যায়। ঘাস কাটার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজ মিয়ার ভাগ্নে মো:আবু কালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।