হবিগঞ্জের বাহুবলে স্বামীর হাতে শিল্পী আক্তার (২৬) নামে এক গৃহবধু খুন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৬ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া এলাকায় এক লেবু বাগানে এ ঘটনা ঘটে।
এদিকে বাহুবল মডেল থানা পুলিশ খুনের অভিযোগে নিহত শিল্পী আক্তারের স্বামী সেলিম (৩০) কে ঐদিন দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।
নিহত শিল্পী আক্তার চুনারুঘাট উপজেলার হাটজুরা গ্রামের আব্দুল সালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজার গ্রামের ছিদ্দিক আলীর পুত্র সেলিম তার স্ত্রী শিল্পী আক্তারকে নিয়ে কামাইছড়া এলাকায় রাজ্জাক মিয়ার লেবুর বাগানে বসবাস করে দেখাশুনা করত।
রোববার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম রাগান্বিত হয়ে শিল্পী আক্তারকে মারধর করলে অজ্ঞান হয়ে পড়ে সে। পরে পাশ্ববর্তী লোকজন এসে মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসলে স্বামীর সাথে একই ঘরে শুয়ে পড়ে। পরে বিনা চিকিৎসায় ঘরের মধ্যেই সোমবার সকাল ৬ টার দিকে শিল্পী আক্তার মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘাতক স্বামী সেলিমকে ঐদিন দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।