শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দারিদ্র বিমোচন ও দক্ষনারী উন্নয়ন ০২ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দক্ষিণ বেজুড়া গাউসিয়া হক কমিটির সভাপতি মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কল্যাণ ট্রাস্টের কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারী কিবরিয়া ছেরাগী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের পরিদর্শক (সিলেট) মোঃ কাজল মিয়া। এছাড়াও দক্ষিণ বেজুড়া শাখার নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।