প্রতিদিনের ন্যায় হবিগঞ্জ পৌর সভার সাবেক তিনবারের নির্বাচিত এবং পদত্যাগকারী মেয়র জনাব আলহাজ্ব জি কে গউছ তার নিজস্ব উদ্যোগে ধারাবাহিকভাবে শহরে এবং বিভিন্ন গ্রাম মহল্লায় অসহায় ও ঘরবন্দি মানুষের মধ্যে পৌছে দিচ্ছেন ত্রাণ।
আজ তার ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি ধুলিয়াখাল, ভাদৈ এবং শহরের নতুন বাসস্ট্যান্ড ও ইনাতাবাদ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জি কে গউছ বলেন, ‘আমি আমার সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করছি। যদিও আমি এখন কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নেই। তবুও মানুষের পাশে দাড়ানোর প্রবল ইচ্ছে আমাকে ঘরে থাকতে দেয়না। তাই আমি আশা করব সকল বিত্তবানরা এই দুর্যোগে মানুষের পাশে এগিয়ে আসবেন। এবং আমার জন্য দোয়া রাখবেন যেনো আমি অতীতের ন্যায় সবসময় আপনাদের পাশে থাকতে পারি’।