মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের সম্মুখে ধর্মঘর ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে
নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) কর্মহীন বিপন্ন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও তাৎক্ষণিক মানবিক সহায়তা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ধর্মঘর ইউনিয়নের ১০০ জন কর্মহীন বিপন্ন মানুষের মাঝে চাল, চিনি, তেল, সেমাই, দুধ ও আলু বিতরণ করা হয়। পাশাপাশি ৫০ জনের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, মাধবপুর উপজেলার উপ সহকারী প্রকৌশলী এলজিইডি আনোয়ার হোসেন ও প্রত্যেক ওয়ার্ডের মেম্বারগণ।
সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন বিপন্ন, মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং শিশু খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।