জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

হবিগঞ্জের বাহুবলে বিলে হাঁস পালন কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন।

আজ বুধবার (২৭ মে) বেলা ২ ঘটিকা থেকে উপজেলার অলুয়া ও ভেড়াখাল চানপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সংঘর্ষে আহতের সংখ্যা বাড়তে পারে।