হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া সুমন মোহন্ত করোনা উপসর্গে মারা যাওয়ার পর তার সাথে বসবাসকারী পাঁচ যুবকসহ সংশ্লিষ্ট ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বুধবার বিকালে জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জলের ত্বত্তাবধানে এসব নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়রের বাসার ভাড়াটি সুমন মোহন্ত যেহেতু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তাই তার সাথে থাকা ৫ যুবকসহ সংশ্লিষ্ট ১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সরকারের নিদের্শনা অমান্য করে মুখে মাস্ক না পড়ায় উপজেলার দুই পথচারী ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা সদরে দাউদনগর বাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ধারায় জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ।
নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মুখে মাস্ক ব্যবহার না করায় পথচারী রুনা আক্তারকে ২০০ টাকা, বায়জিদ মিয়াকে ৫০০ টাকা ও আল মদিনা হোটেল রেষ্টুরেন্টের মুন্নাকে ২ হাজার, ব্যবসায়ী নয়ন মিয়াকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করায় দুইজন ও দুই ব্যবসায়ীকে একই অপরাধে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।