হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় গুইবিল সীমান্তে সোহাগ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।
সে উপজেলার গাজিপুর ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের জালাল উদ্দিনের পুত্র।
বিজিবি’র গুইবিল ক্যাম্প কমান্ডার সুবেদার বুরহান উদ্দিন জানান, আজ (৮ জুন সোমবার) বিকেলে টহল কমান্ডার নায়েক আবুল হোসেন গোপন সংবাদ পেয়ে সীমান্ত এলাকা থেকে আঁধা কেজি গাঁজাসহ সোহাগ কে আটক করেন।
বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) নাসির উদ্দিন বলেন, মাদকের ব্যাপারে বিজিবি জির টলারেন্স নীতিতে আছে। তবে তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করলে মাদক ব্যবসায়িরা ভয়ে থাকতো। তারা গত ৫ মাসে চুনারুঘাট উপজেলা প্রশাসন কে দিয়ে কোন প্রকার মোবাইল-কোর্ট করাতে পারেন নি।