আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার আক্রান্তের খবর নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) শেখ মো. সেলিম।
জানা যায়- ২ সপ্তাহ আগে তার স্ত্রী-সন্তান ঢাকা থেকে আজমিরীগঞ্জে আসেন। তারপর তিনি পরিবার নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকেন।
কিছুদিন পর তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১১ জুন তিনি আজমিরীগঞ্জে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। কিন্তু গত ১৫ জুন পর্যন্ত তাঁর রিপোর্ট না আসায় তিনি চিকিৎসার জন্য ঢাকায় রওনা দেন।
গত ১৭ জুন ঢাকায় একটি হাসপাতালে ভর্তির পর তিনি আবার কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা প্রদান করলে গতকাল শুক্রবার (১৯ জুন) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।