শুদ্ধাচার নীতিমালা ২০১৭ অনুযায়ী হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ২০১৯-২০২০ অর্থবছরে বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার এর জন্য মনোনীত হয়েছেন।
গত ১৮ জুন (বৃহ:বার) জারিকৃত এক অফিস আদেশে শনিবার (২০ জুন) বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে বিভাগীয় কমিশনার কার্যালয়ের দুই কর্মকর্তাও এই পুরস্কারে মনোনীত হয়েছেন।
মোঃ কামরুল হাসান হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই জেলার প্রশাসনিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। ঘরে থেকে সুস্থতা লাভ করে পুনরায় কর্মস্থলে কাজ শুরু করেন৷ তাঁর এই অর্জনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা।