হবিগঞ্জ শহরে মেয়াদহীন ইনজেকশন স্যানিটাইজার, প্রসাধনী বিক্রি ও সংরক্ষণের দায়ে জরিমানা করেছে জেলা প্রশাসন৷
আজ বুধবার(৮ জুলাই) চৌধুরীবাজার এলাকায় আহমদ ফার্মেসিকে মেয়াদবিহীন স্যানিটাইজার ও মেয়াদোত্তীর্ণ ইনজেকশন এবং আবদুল্লাহ সন্সকে মেয়াদত্তীর্ণ সাবান ও প্রসাধনী সংরক্ষণ এবং বিক্রির দায়ে মোট বারো হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও শায়েস্তানগর, বাইপাস এলাকাসহ বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করা ও সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও শামসুদ্দিন মোঃ রেজা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।