জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবি নিহত ১৭

নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চারজন।

আজ বুধবার দুপুর ২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ সদর থানার আটপাড়া তেলিগাতী ও ৫নং চরশিরতা ইউনিয়ন থেকে ৪৮ জন পর্যটক উচিতপুরে অবস্থিত ‘মিনি কক্সবাজার’ খ্যাত হাওরে ঘুরতে আসেন। দুপুর ২টার দিকে তারা গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে আসলে হাওরের উত্তাল ঢেউয়ের তোড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন। তাদের উদ্ধারে হাওরে অভিযান চালানো হচ্ছে।