নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) দুুুপুরে অভিযান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন।
নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোড এলাকায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০ জাচার ৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।এইসময় শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযভাবে আদায় করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন।