হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় স্বাস্হ্য বিধি নিশ্চিত করতে সকাল থেকে ভ্রাম্যমান আদালতের তৎপরতা। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে।
উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এই অভিযান পরিচালনা করেন।
আজ ১২ আগষ্ট রোজ বুধবার আজমিরীগঞ্জ সদর বাজারে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করার লক্ষে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।
অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় আজমিরীগঞ্জ বাজারের প্রকাশ ষ্টোরকে ১ হাজার, চপলা ষ্টোর ২ হাজার, মৃনাল কান্তিকে ৫ হাজার, মন্টি দাসকে ১ হাজার, জয়সেন চৌধুরীকে ২ হাজার, শিরন মিয়াকে ৩ হাজার, আলম মিয়াকে ১ হাজার টাকাসহ সর্বমোট ৭ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সংক্রামক রোধ প্র.নি.নি আইন ২০১৮ ২৫/২ ধারায় এই জরিমানা প্রদান করা হয়।
অভিযানে পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এ এস আই মহসিনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান, স্বাস্থ্যবিধী রক্ষার্থে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবে।