আজমিরিগঞ্জের শিবপাশায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ১৫ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিবপাশা গ্রামের তাতিপাড়া মহল্লার আব্দুল আহাদ চৌধুরী কাচু মিয়ার সাথে পাশ্ববর্তী জাফু মিয়া ও শিপন মিয়ার জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ ছিলো৷
এ নিয়ে আব্দুল আহাদ কয়েক মাস আগে প্রতিপক্ষের বিরুদ্ধে আজমিরিগঞ্জ থানায় একটি জিডিও করেন৷ এরই জের ধরে গতকাল দুপুরে জাফু মিয়া ও শিপন মিয়ার লোকজনরা আব্দুল আহাদ কাচুর ভাইকে মারধর করে৷ এরই জের ধরে পরবর্তীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়৷ গুরুতর আহত জয়তারা বিবি ( ৪০),আবু তাহের (৩৫),নজরুল ( ৫২), হামিদুল ( ৩৫) ও আব্বাস মিয়া( ৬০) কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে আব্দল আহাদ কাচু অভিযোগ করেন প্রতিপক্ষ জাফু মিয়া গংকে আওয়ামীলীগের একজন বড় নেতা দলীয় প্রভাব খাটিয়ে শেল্টার দিয়ে যাচ্ছেন৷ প্রতিপক্ষের লোকজনরা দেশীয় অস্ত্র বাড়িঘরে মজুদ করছে। যেকেনো মুহুর্তে তাদের বাড়িঘরে হামলা করতে পারে বলে তারা আশংকা করছেন৷