হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় এক গরু ব্যবসায়ীকে কোমল পানীয় পাণ করে অজ্ঞাণ করে পৌনে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার একদিন পর টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় প্রতারক চক্রের মূলহোতা শামসুল হককে আটক করা হয়েছে।
সে নেত্রকোনা জেলার আটকাপাড়া এলাকার মৃত কালাচান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের গরু ব্যবসায়ী গিয়াস উদ্দিন পূর্ব পরিচয়ের সুবাদে প্রতারক শামসুল হককে সাথে নিয়ে ময়মনসিংহ
যাওয়ার পথে চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকায় যাওয়ার পর প্রতারক শামসুল হক গরু ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে টাইগারের বোতলে নেশাজাতীয় কোমল পানীয় পাণ করে অজ্ঞান করে তার সাথে থাকা পৌনে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে
যায়।
পরে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে রাতে তার জ্ঞান ফিরে আসলে তিনি টাকা খোয়া যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়। পরে ব্যবসাীয় গিয়াস উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি উধ্বতন পুলিশের নির্দেশে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।
এরপর গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিমের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ একদল ডিবি পুলিশ ময়মনসিংহের গফুরগাও বাজারে অভিযান চালিয়ে প্রতারক শামসুল হককে আটক করে। এ সময় তার নিকট থেকে লুট করে নিয়ে যাওয়া পৌনে ৩ লাখ টাকা উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় আটককৃত শামসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে শামসুল হক তার সহকর্মীদের
নাম প্রকাশ করেছে তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।