জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

কোনো অনুশীলন ছাড়া প্রথম গজল গেয়েই সবার মনে জায়গা করে নিয়েছে প্রতিভাবান ক্ষুদে শিল্পী শামসুল ইসলাম

মোঃইকবাল হোসেন মাহদী: কুলাউড়া উপজেলা। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের দরিদ্র পিতা আশিক মিয়ার ছেলে শামসুল ইসলাম

তার চমৎকার কন্ঠে সঙ্গীত শুনলে আপনিও অবাক হবেন! কিন্তু তার দারিদ্রতার কারণে সেই প্রতিভা বিকশিত হতে বাধাগ্রস্ত হচ্ছিলো।

শামসুল এর ব্যাপারে সবুজকুঁড়ি’র থিয়েটার পরিচালক তানভীর আহমেদ চৌধুরীর সাথে করিম নামের তার এক বন্ধু যোগাযোগ করলে সবুজকুঁড়ি পরিবার শামসুলের বাড়িতে যান। পরে তার একটি সঙ্গীত রেকর্ড করেন।

কোন প্রাকটিস ছাড়াই এটা করা হয়েছে। সঙ্গীতটি রিলিজ করা হয় সবুজকুঁড়ি টিভিতে।
প্রতিভা বিকাশে সবুজকুঁড়ি সর্বদা প্রতিভাবানদের পাশে আছে ইনশা আল্লাহ।