জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে পৌরসভার বরখাস্তকৃত কর্মকর্তার কাছ থেকে কোটি টাকার সম্পত্তি উদ্ধার

হবিগঞ্জে পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক কিবরিয়ার কবল থেকে কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে পৌর কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার(২৭ আগস্ট) দুপুরে মেয়র মিজানুর রহমানের মিজানের নেতৃত্বে পৌর কর্মকর্তা কর্মচারীরিরা অভিযান চালিয়ে বেদখল হওয়া এ সম্পত্তি উদ্ধার করে।

জানা যায়, হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া পৌর মার্কেটের ২য় তলায় সাবেক ডেসটিনি অফিস ও সাবেক সোনালী ব্যাংক কার্যালয়টি তার স্ত্রীর নামে নিয়ম বহির্ভূতভাবে লীজ নেন এবং দোকান কোটা বানিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া আদায় করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে উল্লেখিত অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ হওয়ায় বছরখানেক পুর্বে বাজার পরিদর্শক গোলাম কিবরিয়াকে হবিগঞ্জ পৌরসভা থেকে বরখাস্ত করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে তখনকার সময় পৌরসভার ওই সম্পত্তি উদ্ধার করা যায়নি। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বেদখল হওয়া এসব সম্পত্তি পুণরুদ্ধার করে।