জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ পৌর শাখা’র কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ পৌর শাখা’র কাউন্সিল সম্পন্ন।
সভাপতি-মাহিন, সাধারণ সম্পাদক-ইমন, সাংগঠনিক সম্পাদক-মামুন
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ পৌর শাখা’র কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৭ আগস্ট বিকেল ৪ ঘটিকায় শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্যালয়ে পৌর ছাত্রসেনার আহবায়ক গোলাম শাফিউল আলম মাহিনের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী রহ. শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। যুগ্ম আহ্বায়ক আলী হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, হবিগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মাওলানা রুকন উদ্দিন আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সি. সহ-সভাপতি ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ আলী বশনী, প্রধান নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সহ-সভাপতি ছাত্রনেতা এম.এ. কাদির।
কাউন্সিলে গোলাম শাফিউল আলম মাহিনকে সভাপতি, আলী হাসান ইমনকে সাধারণ সম্পাদক এবং আমির হামজা আল-মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও আশরাফুল হক রেজভী, সহ সাধারণ সম্পাদক হাফেজ ইমরান হোসাইন, কাউসার আহমেদ সাব্বির অর্থ সম্পাদক, হৃদয় আহমেদ শিক্ষা ও গবেষণা সম্পাদক, হাফেজ মুহাম্মদ দাওয়া বিষয়ক সম্পাদক, হাফেজ আহাম্মদ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, রিদওয়ান আহমেদ খাঁন প্রচার সম্পাদক, সাজিদুর রহমান উনাইছ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আবুল কাশেম দপ্তর সম্পাদক, রাসেল চৌধুরী ছাত্র কল্যাণ সম্পাদক, মোঃ রিয়াদ সদস্য প্রমুখ। পরিশেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।