এস কে সুজনঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান ও সম্পাদক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নবীগঞ্জ ছাত্রদলের নেতা কর্মীরা।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ শহরের এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়৷
প্রতিবাদকারীরা বলেন, সোমবার রাতে হবিগঞ্জ জেলার ১৯ টি ইউনিট কমিটি ঘোষনা করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ৷ এর মধ্যে নবীগঞ্জ পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের কমিটিও ঘোষনা করেন তারা। কমিটিতে কালো টাকার বিনিময়ে হাইব্রিড লোক দিয়ে পকেট কমিটি ও ত্যাগী ও নির্যাচিত কর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করায় জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছি আমরা।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য তৌহিদ চৌধুরী, সদ্যঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য মো. রুবেল মিয়া, মোজাম্মেল হোসেন মায়া, কলেজ ছাত্রদলে ১ম যুগ্ম আহবায়ক জুমান আহমদ, ২য় যুগ্ম আহবায়ক মো. হোসেন আহমেদ তালুকদার, সদস্য সুয়েব আহমেদ, জাহান আহমেদ শিকদার ও জুনু প্রমূখ।