জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংশ করা হয়েছে

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। শনিবার সারা দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করার সময় জেলেরা কারেন্ট জাল রেখে পালিয়ে যায়।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে নোয়াগাঁও, শিবপুর এর হাওরে সারাদিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াছিন আরাফাত রানা।

অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ও প্রয়োজনে জেলেদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন ও লাখাই থানার একদল পুলিশ সদস্য।