জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জ পাহাড় পুর বাজারে অগ্নিকাণ্ড

মীর দুলাল : অদ্য ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৫ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা গঠেছ!

জানা যায় হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের পাহাড় পুর বাজারে বিকাল ৫ঘঠিকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান বিকাল ৫ টায় পাহাড় পুর বাজারে বিদ্যুৎতের সট সার্কিট থেকে এ আগুনে সুত্র পাত ঘটে।বাজারের প্রায় অধশতাদিক দোকান আগুনে পুড়ে গেছে।

এতে অনেক দোকানের মালা মাল আগুনে পুড়ে লক্ষ লক্ষাধিক টাকার ক্ষতি সাদিত হয়। বাজারের আতংক বিরাজ করেছে। খুব প্রত্যান্ত অঞ্চল হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছতে পারেনি।