জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন- এ শ্লোগান সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আলমগীর কবির।

এসময় ফায়ার সার্ভিসের প্রতিনিধি সুকুমারসহ বিভিন্ন দফতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।