জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং সরকারী হাসপাতালে প্যাথলজি বিভাগ চালু

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রথমবারের মত ৫০ শয্যার সরকারী হাসপাতালে প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে।
বানিয়াচংয়ে সরকারী হাসপাতাল সূচনার শুরুতে এই সেবার ব্যাবস্থা ছিলনা।
প্রাথমিকভাবে রক্তের ৬টি পরীক্ষা ও প্রস্রা‌বের ২টি নমুনা পরীক্ষা করার ব্যাবস্থা করা হয়েছে।
সার্বক্ষনিক এই সেবাগুলো চালু করার জন্য লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেটেরিয়ালসের ব্যাবস্থা রাখা হয়েছে।
এ উপলক্ষ্যে প্যাথলজি বিভাগ চালু করার জন্য একটি উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করা হয়।
২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১টার সময় প্যাথলজি বিভাগের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত সম্পর্কিত) স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা আবুল হাদী মোঃ শাহপরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রমূখ।