আজ ১২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। আজকের এই দিনে রাসুল (সঃ) জন্মগ্রহন করেছিলেন। এই উপলক্ষে চুনারুঘাটের নূর মোহাম্মদপুর দরবার শরিফ এর পীর শায়খুল হাদিস অধ্যক্ষ শাহ্ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দীন নেতৃত্বে দরবার শরিফের দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদরাসা প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয় ৷
বাংলাদেশ যুব সালেহিন এর নেতা ফয়সল আহমেদ জয়, হোসাইন আহমেদ রানু ও আশরাফুল ইসলাম জুয়েল সালেহি এর যৌথ পরিচালনায় ও অন্যান্যদের সহযোগিতায় র্যালীটি এলাকার বিভিন্ন স্থান প্রদর্শন করে আবার মাদরাসা প্রাঙ্গনে এসে আলোচনা শেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয় ৷
এই র্যালীতে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদপুর দরাবর শরিফের বড় সাহেবজাদা পীরজাদা আবু আব্দিল্লাহ মুহাম্মদ খালেদ, দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ ইউসুফ আলী, আরবি প্রভাষক ও দরবার শরিফের খলিফা মাওঃ মাহমুদুল হাসান সালেহি, বাংলা প্রভাষক জনাব মাওঃ তাজুল ইসলাম, আরবি প্রভাষক মাওঃ সামিউর রহমান।
বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক পীরজাদা আবু বকর মুহাম্মদ শাহেদ, সিনিয়র সহকারী মৌলভি মাওঃ সিরাজুল ইসলাম, সহকারী মৌলভি মাওঃ আব্দুল ওয়াহেদ, সহকারী মৌলভি মাওঃ তাজুল ইসলাম তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক জনাব ফজলুল হক, সিনিয়র সহকারী শিক্ষক জনাব আতিকুল কবির, এবতেদায়ি প্রধান মাওঃ আব্দুন নুর সহ মাদরসার অন্যান্য শিক্ষক মন্ডলি।
এচাড়াও দরবার শরিফের খলিফা সুফি নাজমুল, আল মাদরাসাতুদ দ্বীনিয়া এর প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন আহমেদ, খাইরুন্নেছা তাহফিজুল কোরআন মাদরাসার প্রধান হাফেজ শামিম আহমেদ, দারুল ইসলাম দ্বীনিয়া মাদরাসা ও হাফেজি মাদরাসার সকল ছাত্র, লতিফপুর হাফেজি মাদরাসার ছাত্র ও এলাকার বিভিন্ন স্তরের মোরব্বী এবং যুবকরা অংশ গ্রহণ করেন ৷