ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে আজ সকালে চুনারুঘাটের ঐতিহ্যবাহী নূর মোহাম্মদ পুর দরবার শরিফে বিশাল প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়।
এতে নেতৃত্ব দেন অত্র দরবার শরীফের বর্তমান পীর মুফতি ও মুহাদ্দিস শায়খুল হাদিস অধ্যক্ষ শাহ্ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দীন পীর সাহেব। মিছিলে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়।
এতে আরও উপস্থিত ছিলেন অত্র দরবারের শাহেবজাদা হযরত মাওঃ হাফেজ আবু আব্দিল্লাহ মোহাম্মদ (খালেদ), হযরত মাওঃ হাফেজ আবু বকর মোহাম্মদ (শাহেদ), দারুল ইসলাম রহমানিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার শিক্ষকমন্ডলী এবং মাদ্রাসার ছাত্র। বাংলাদেশ জমিয়তে সালেহিন, যুব সালেহিন, ছাত্র সালেহিনের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন পেশার জনগন।
ফ্রান্সের এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং সে দেশের পণ্য বর্জন করার আহব্বান জানিয়ে প্রতিবাদ মিছিল সমাপ্ত ঘোষনা হয়।