জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নরসিংদীর মনোহরদীতে (মাশিপ) এর সম্মেলন অনুষ্ঠিত

আমিনুল ইসলামঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলাতে মাধ্যমিক শিক্ষক পরিবার( মাশিপ) এর ২০২০ইং সালের ত্রি-বার্ষিকী সম্মেলন।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক পরিবার (মাশিপ) সভাপতি সোহরাব উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল কাদির মোল্লা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাফিয়া আক্তার( শিমু)। উপজেলা আওয়ামীলিগের সভাপতি জনাব এড.ফজলুল হক, সাধারণ সম্পাদক জনাব প্রিয়াশীষ রায়,মনোহরদী পৌর মেয়র জনাব আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) জনাব ইকবাল হাসান, মনোহরদী থানা অফিসার ইনচার্জ জনাব মনিরুজ্জামান প্রমূখ।
সম্মেলনে হাতিরদিয়া সাদত আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোহরাব উদ্দীন আহম্মেদকে সভাপতি, বড়চাপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক মনিরকে সাধারণ সম্পাদক ও অর্জুনচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম (সবুজ)কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ।