জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী আর নেই

আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছোট ভাই আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৬ ডিসেম্বর) ভোরে ইংল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি প্রায় ১০ বছর যাবত ইংল্যান্ডে বসবাস করছিলেন।

এর আগে আল্লামা ইমদাদুল হক জাতীয় ঈদগাহের ইমাম, সৌদিআরবে মসজিদে নববীর মুহাদ্দিস, সিলেট রেঙ্গা মাদরাসাসহ লন্ডনের একাধিক মাদরাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন এবং বুখারী শরীফের আরবী ব্যাখ্যা গ্রন্থের লেখকও ছিলেন।

নিহতের পারিববারিক সূত্রে জানা যায়, তিনি ২ ছেলে ৩ মেয়ে সন্তান রেখেছেন। সবাই ইংল্যান্ডে বসবাস করছেন।

নিহত ইমদাদুল হকের ভাতিজা হাফেজ মাওলানা তাফহীমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ইংল্যান্ডে দাফন করা হবে।