ক্যান্সার আক্রান্ত ছেলেটির নাম মোঃরাসেল আহমেদ, গ্রামঃ হুড়ারকুল, ৭নং উবাহাটা ইউনিয়ন
২নং উয়ার্ড এর বাসিন্দা।
সে একটি সড়ক দূর্ঘটনায় পায়ে আঘাত পায় পরবর্তীতে সেটি ক্যান্সারে রুপ ধারন করে।
তার পারিবারিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করানো পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
তার পিতা চিকিৎসার জন্য সকলের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন।
আসুন রাসেলের পাশে দাঁড়াই। তাকে সুস্থ করে তুলি। আমাদের সামান্য সহযোগিতা একত্রিত করলে আবারো নতুন জীবন ফিরে পাবে সে। তাকে সহযোগিতা করতে চাইলে বিকাশ করুন এই নাম্বারে – ০১৭৩৮-৬০৯৫২২।