হবিগঞ্জ নিউজ এজেন্সির ২০২১ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ ২৬ই ডিসেম্বর শনিবার হবিগঞ্জ নিউজের অফিস (শায়েস্তানগর ছুগেরা ম্যানশনে) সকাল ১১ ঘটিকায় এক আলোচনা সভায় কমিটি গঠন করা হয়।
কমিটিতে সকলের পরোক্ষ ভোটে হবিগঞ্জ নিউজ এজেন্সির চেয়ারম্যান মনোনীত হয়েছেন জনাব শামসুর রহমান এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল হাফিজ ভূঁইয়া।
অন্যরা হলেন, অফিস সম্পাদক এম সিজিল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক কে এম আবু বকর এবং জনশক্তি সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী।
এই সময় হবিগঞ্জ নিউজ এজেন্সির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শামসুর রহমান বলেন, নিরপেক্ষ সত্য সংবাদ প্রকাশ করা এবং সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।