জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বহুলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ শহরতলীর বাইপাস সড়কের বড় বহুলা টেকের বাড়ি থেকে রাজনগরের মাদক ব্যবসায়ী শামিম রেজা (মমিন) কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে বড় বহুলা থেকে মমিন নামে মাদক ব্যবসায়ী কে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হল :- পৌর এলাকার রাজনগরের মৃত মারফত আলীর পুত্র মাদক ব্যবসায়ী শামিম রেজা ওরুফে মমিন।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে। তিনি আরো বলেন ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।