জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বৃন্দাবন কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে বৃন্দাবন সরকারি কলেজে এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: প্রাসঙ্গিক ভাবনা” শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ মোসলেম উদ্দিন।

জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রাবন্ধিক উল্লেখ করেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আপনজন।

নয়মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে কারাগারে বন্দি থেকে যুদ্ধে নেতৃত্ব দেন জাতির জনক মুজিব। ভারত সরকার প্রধানের চাপে পাকিস্তান সরকার কর্তৃক কারাগারে বন্দি বঙ্গবন্ধুকে হত্যার নীলনকশা প্রতিহত হয়।

বৈশ্বিক চাপে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। অতঃপর লন্ডন হয়ে মিত্রপক্ষ ভারত সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করে এই মহান দিনে বঙ্গবন্ধু ফিরে আসেন স্বদেশ মাতৃকায় এক সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা।

একই সাথে তিনি প্রবন্ধে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন।

অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় তুলে ধরে সহকর্মীদের নিজ নিজ দায়িত্বপালনে আন্তরিক হবার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক, অধ্যাপক পান্না বসু, সম্মানিত বিভাগীয় প্রধানগণ জনাব আলপনা কর্মকার, সৈয়দা রকিবুন্নাহার, মোর্শেদা বর চৌধুরী, আবু আহমেদ আহসান কবির, জিয়া আরেফিন আজাদ।

ড. আজহার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব মোঃ তোফাজ্জল আলী, আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, ড. সুভাষ চন্দ্র দেব, মো. আবদুল্লাহ, মোঃ খলিলুর রহমান, হিমাংশু শেখর সূত্রধর, আবু সিদ্দিক, প্রভাষক প্রদীপ কুমার রায়, রিপন চন্দ্র ধর, মিলি আক্তার তমা প্রমুখ।