জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান

হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব ইশরাত জাহান। একই সাথে হবিগঞ্জের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

গতকাল (২৮-০১-২০২১ইং) বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে ডিসি মোহাম্মদ কামরুল হাসানকে বদলি করে কুমিল্লার ডিসি করা হয়েছে এবং ইশরাত জাহানকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।

হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান ২২তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি যশোর সদরের বাসিন্দা।