জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে এসে পৌছেছে করোনা ভাইরাসের টিকা

অবশেষে হবিগঞ্জে এসে পৌছেছে বহু প্রতিক্ষিত করোনা ভাইরাসের টিকা। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জে নিয়ে আসা হয় এই টিকা। এসময় হবিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তা গ্রহন করেন।

পরে তা সংরক্ষণের জন্য শহরের পুরাতন হাসপাতালের পাশে অবস্থিত ইপিআই স্টোরে রাখা হয়। সেখানে ৩টি আইএলআর ফ্রিজে ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করা হয়েছে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান উজ্জল জানান, “হবিগঞ্জে ৭ হাজার ২শ ভায়াল করোনা টিকা এসেছে। যা নির্দিষ্ট তাপমাত্রায় ইপিআই স্টোরে রাখা হয়েছে।”

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারী থেকে সারা দেশের ন্যায় এক যোগে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হতে পারে। প্রথমে ভ্যাকসিন প্রদানকারী, ভলান্ডিয়ার ও ফ্রন্ট লাইনারদের দেয়া হবে। এছাড়াও পরবর্তীতে সুরক্ষা ডটকম ডট বিডি অ্যাপস-এ রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।”

টিকা গ্রহনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল, জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব পুরকায়স্থ, সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ প্রমুখ।