বানিয়াচং এর শিবপাশা সড়কে ব্রীজ ভেঙে দুর্ঘটনার কবলে ট্রাক
কামাল আহমেদ সৌরভ,আজমিরিগঞ্জঃ
বানিয়াচং- শিবপাশা সড়কে সিমেন্ট বুঝাই একটি ট্রাক ব্রীজ ভেঙে উল্টে গেছে। এতে কয়েক ঘন্টা শিবপাশা ভায়া বানিয়াচং
-আজমিরিগঞ্জ সড়কে বাসসহ ভারী যানবাহন চলাচল করেনি৷
দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ওই সড়কের আঞ্জন ব্রীজে৷
তবে এ দূর্ঘটবায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷
মোটরসাইকেল, বেটারি চালিত টমটম এবং সিএনজিসহ ছোট ছেট যানবাহন চলাচল অব্যাহত আছে।