জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আকিকুর রহমান রুমনঃ বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন ও পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আঙ্গুর মিয়া।

১৯ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৭৭ জন। মোট কাস্টিং ভোটের পরিমান ৭৭৪ টি।

নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিক নিয়ে ৪৬১ ভোট পেয়ে মোঃ জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মতিউর রহমান খেজুর গাছ প্রতিকে ২৯৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে ২৬৩ ভোট পেয়ে মোঃ আঙ্গুর মিয়া নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আলী আকবর মিয়া মোরগ প্রতিক নিয়ে ২১৪ ভোট পেয়েছেন।

এছাড়া নির্বাচনে দু‘জন সহ-সভাপতি, একজন যুগ্মসাধারন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন দপ্তর ও ক্রীড়া সম্পাদক, একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, এবং তিনজন সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন।

ব্যাবসায়ীদের উক্ত নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেছেন।

নির্বাচনে সার্বিক তত্তাবধানে ছিলেন সমিতির উপদেষ্টা হাজী মোঃ আলাউদ্দিন, খলিলুর রহমান, ডাঃ আবু তাহের, কামরুল ইসলাম সজলু।