শহরের সিনেমা হল এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে শান্ত মিয়া (২৪) নামের এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের ইনাতাবাদ এলাকার আলী হোসেনের পুত্র। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে সিনেমা হল এলাকার এক যুবকের সাথে শান্ত মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন যুবক তাকে ধরে নিয়ে দোকানে বেধে সাটার লাগিয়ে পিটিয়ে আহত করে।
স্থানীয় লোকজন আহত যুবকের চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।